Table of Contents
ট্রেড লাইসেন্স করার পর প্রতি বছর নবায়ন করতে হবে। পুরাতন ট্রেড লাইসেন্স দেখিয়ে প্রতি বছর ট্রেড লাইসেন্স নবায়ন (Trade License Renewal) করতে হবে। যে অফিস থেকে ট্রেড লাইসেন্স ইস্যু করা হবে সেই অফিসেই নির্ধারিত ফি প্রদান করে নবায়ন করতে হবে।
ট্রেড লাইসেন্স নবায়ন এমন একটি নিয়মিত প্রক্রিয়া যেটি প্রতিটি ব্যবসার জন্য এক বছর পর পর করা জরুরি। কেননা ট্রেড লাইসেন্স নবায়নের মাধ্যমে প্রতিটি ব্যবসার লাইসেন্স এর কার্যকারিতা এবং ব্যবসার বৈধতা বজায় থাকে। আপনি যদি আপনার ট্রেড লাইসেন্স নবায়ন (Renew) না করেন, তাহলে আপনার ট্রেড লাইসেন্স এর বিপরীতে প্রতি মাসে আপনার ট্রেড লাইসেন্স ফি এর ১০% হারে জরিমানা যুক্ত হতে থাকবে অর্থাৎ পরবর্তীতে বছর শেষে ট্রেড লাইসেন্স হালনাগাদ করতে গেলে ১২০% জরিমানা দিতে হবে। এছাড়া ট্রেড লাইসেন্স হালনাগাদ না করার জন্য ট্রেড লাইসেন্স অথরীটি চাইলে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারে । সেক্ষেত্রে আপনাকে জরিমানা প্রদান করে ট্রেড লাইসেন্স হালনাগাদ করতে হবে।
প্রতিটি ট্রেড লাইসেন্স এর মেয়াদকাল শেষ হওয়ার তিন মাসের মধ্যে নবায়ন করতে হবে।
ট্রেড লাইসেন্স নবায়ন করতে যা যা জরুরি
- পূর্বের ট্রেড লাইসেন্স
- পূর্বের ট্রেড লাইসেন্স ফি জমার রশিদ
- ফি: লাইসেন্স নবায়ন ফি নতুন লাইসেন্সের সমপরিমাণ
ট্রেড লাইসেন্স নবায়ন করতে প্রয়োজনীয় খরচ ও সময় | Trade license renewal fee & time
লাইসেন্স নবায়ন ফি নতুন লাইসেন্সের সমপরিমাণ সাথে ৩০০০ টাকার উৎস কর প্রদান করতে হবে। অর্থাৎ প্রথমবার ট্রেড লাইসেন্স টি করতে আপনার যত টাকা খরচ হয়েছে নবায়ন করতে সেই টাকার সাথে আরও ৩০০০ টাকা যোগ করে হিসেব করবেন।
১-৩ কার্যদিবসের ভিতর ট্রেড লাইসেন্স নবায়ন হয়ে যায়।
আপনার লাইসেন্স টি নবায়ন করতে মোট কত খরচ হবে তা আপনি নিজেই হিসেব করে বের করতে পারবেন আমাদের এই Trade License Renewal Fee Calculator ব্যবহার করে।
কত তারিখের ভিতর ট্রেড লাইসেন্স নবায়ন করতে হয়? | When do we need to renew trade licnese?
একটি ট্রেড লাইসেন্সের মেয়াদ ১লা জুলাই থেকে পরবর্তী বছর ৩০শে জুন পর্যন্ত থাকে। তারপরেই ট্রেড লাইসেন্স নবায়ন করতে হয়। এর মেয়াদকাল শেষ হওয়ার তিন মাসের মধ্যে কোন জরিমানা ছাড়া নবায়ন করা যাবে। সেই হিসাবে ৩০শে জুন ট্রেড লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার পরে ৩০শে সেপ্টেম্বরের ভিতর ট্রেড লাইসেন্স নবায়ন করতে হবে।
ট্রেড লাইসেন্স নবায়ন পদ্ধতি | Process of trade license renewal
প্রতিটি নতুন ট্রেড লাইসেন্স-এর মেয়াদ থাকে এক বছর। স্বভাবতই ট্রেড লাইসেন্স এর কার্যকারিতা বহাল রাখতে হলে প্রতি বছরই ট্রেড লাইসেন্স নবায়ন করতে হয়।
ট্রেড লাইসেন্স নতুন করার সময় যে সরকারি ফিগুলো প্রদান করা হয় তা হলো, ট্রেড লাইসেন্স ফি, সাইন বোর্ড ফি এবং এই দুটো মিলে যত টাকা হয় তার উপর ১৫ শতাংশ ভ্যাট। আর ট্রেড লাইসেন্স নবায়নের সময় এই খরচগুলোর সাথে যোগ হয় উৎস কর, যেটি সিটি করপারেশনের ক্ষেত্রে ৩,০০০ টাকা। ইউনিয়ন পরিষদ ও পৌরসভার ক্ষেত্রে এটি কিছুটা কম হয়।
ট্রেড লাইসেন্স নবায়ন করার জন্য যে অফিস থেকে ট্রেড লাইসেন্স করিয়েছেন সেই অফিসে আগের ট্রেড লাইসেন্সটি সহ যেতে হবে, সকল ফী প্রদান পূর্বক অফিসার আপনাকে একটি নতুন ট্রেড লাইসেন্স প্রদান করবেন। এ ব্যপারে আপনি চাইলে SME Vai এর সহায়তা নিতে পারেন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চল ভিত্তিক অফিসের ঠিকানা
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল ভিত্তিক অফিসের ঠিকানা
ট্রেড লাইসেন্স নিয়ে আরও কিছু প্রশ্ন ও তার উত্তর
ট্রেড লাইসেন্স কি প্রতি বছরই রিনিও করা লাগবে? যদি আমি ব্যবসায় বন্ধ রাখি তাও?
জি, আপনাকে প্রতি বছরই ট্রেড লাইসেন্স নবায়ন করা লাগবে। আপনি যদি আপনার ব্যবসা বন্ধ করার পর ট্রেড লাইসেন্স সাসপেন্ড না করেন তাহলে প্রতি বছরই ট্রেড লাইসেন্স নবায়ন করতে হবে। যদি নবায়ন না করে থাকেন, তাহলে প্রতি মাসে ১০% হারে জরিমানা উক্ত ট্রেড লাইসেন্সের সাথে যুক্ত হতে থাকবে।
ট্রেড লাইসেন্স থাকলে কি প্রতি বছর কর দেওয়া বাধ্যতামূলক?
ট্রেড লাইসেন্সের সাথে করের কোন প্রকার সম্পর্ক নেই। তবে যে যে পরিমাণ আয় করেন, তাকে বাংলাদেশী আয়কর নীতিমালা অনুযায়ী আয়কর রিটার্ন প্রদান করতে হবে।
ট্রেড লাইসেন্স রিনিও করিনি ব্যবসাটাও কন্টিনিউ করা হচ্ছে না, সমস্যা হবে কি?
জি, ব্যবসায় কন্টিনিউ না করলে ট্রেড লাইসেন্স সাসপেন্ড করতে হবে। যদি ট্রেড লাইসেন্স সাসপেন্ড না করেন এবং রিনিউও না করে থাকেন, তাহলে প্রতি মাসে ১০% হারে জরিমানা দিতে হবে।
ব্যবসায় বন্ধ করতে চাইলে কি ট্রেড লাইসেন্স বন্ধ করতে হবে?
জি, ব্যবসায় বন্ধ করতে চাইলে আপনাকে ট্রেড লাইসেন্স বন্ধ করতে হবে। ট্রেড লাইসেন্স বন্ধ না করা হলে মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স এর উপর প্রতি মাসে ১০% হারে জরিমানা যুক্ত হতে থাকবে।
ট্রেড লাইসেন্স কিভাবে এবং কোথা থেকে নবায়ন করতে হয় ?
ট্রেড লাইসেন্স সাধারণত সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ থেকে ইস্যু এবং নবায়ন করা হয়। প্রতিটি ট্রেড লাইসেন্স সাধারনত ১ বছর এর জন্য ইস্যু করা হয়ে থাকে। প্রতি বছর ট্রেড লাইসেন্স নবায়ন করার ক্ষেত্রে পুরানো ট্রেড লাইসেন্স দেখিয়ে নতুন লাইসেন্স নিতে হয়।
ব্যবসায় বন্ধ করতে চাইলে ট্রেড লাইসেন্স কিভাবে বন্ধ করতে হবে?
ব্যবসায় বন্ধ করতে চাইলে অবশ্যই ট্রেড লাইসেন্স সাসপেন্ড করতে হবে। এজন্য যেখান থেকে ট্রেড লাইসেন্স করেছেন সেখানেই অর্থাৎ সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদে আবেদন করে ট্রেড লাইসেন্স বন্ধ করতে হবে।
এসএমই ভাই এর মাধ্যমে আপনার ট্রেড লাইসেন্স নবায়ন করিয়ে নিতেঃ
-
Renew Trade License For Dhaka CitySale Product on sale
৳ 2,000.00৳ 1,000.00Rated 5.00 out of 5 based on 6 customer ratings