Description
Process of A Private Limited Company Registration:
নূন্যতম ২ জন এবং অনধিক ৫০ জন মিলে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করতে পারেন। তবে সম্প্রতি কোম্পানি আইনের সংশোধনিতে One Person Company (OPC) বা শুধু মাত্র একজন ব্যক্তির দ্বারা একটি কোম্পানী খোলার বিধান রাখা হয়েছে। বাংলাদেশে কোম্পানী গঠন করার ক্ষেত্রে আমাদের ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুসরণ করে কিছু নিয়ম মেনে আবেদন করতে হয়। আবেদন করার প্রেক্ষিতে Rejistrar of Joint Stock (RJSC) তথ্য যাচাই বাঁচাই করে কোম্পানির নিবন্ধন দিয়ে থাকে।
Required Documents for Private Limited Company Registration:
একটি লিমিটেড কোম্পানি গঠন করার জন্য যে সকল কাগজ পত্রাদি, নথি এবং তথ্য প্রয়োজন তা নিম্নরূপ:
১. পরিচালকদের বিবরন যেমন নাম, পিতা -মাতার নাম, ইমেল আইডি, মোবাইল নম্বর।
২. ম্যানেজিং ডিরেক্টর এর নাম
৩. চেয়ারম্যানের নাম
৪. সকল শেয়ার হোল্ডার এবং পরিচালকগণের এনআইডি (জাতীয় পরিচয় পত্র), টি.আই. এন (TIN) এবং ছবি (১ কপি)
৫. কোম্পানির ঠিকানা
৬. মেমোরান্ডাম অফ এসোসিয়েশন (MoA) এবং আর্টিকেল অফ এসোসিয়েশন (AOA)
মেমোরান্ডাম অফ এসোসিয়েশন (MoA)
মেমোরেন্ডাম অব এসোসিয়েশন হলো একটি কোম্পানির প্রাণ বা সংবিধান। সাধারণত কোম্পানির লক্ষ্য ও উদ্দেশ্য, কোম্পানির নাম, অফিসের ঠিকানা ইত্যাদি বিষয়গুলো কোম্পানির মেমোরেন্ডাম অব এসোসিয়েশনে লিপিবদ্ধ থাকে। পরবর্তীতে মেমোরেন্ডাম অব এসোসিয়েশন এ কোন পরিবর্তন আনতে চাইলে আদালতের অনুমতি নিতে হয়।
আর্টিকেল অফ এসোসিয়েশন (AOA)
অপরদিকে কোম্পানি পরিচালিত হয়ে থাকে আর্টিকেল অব এসোসিয়েশন এর মাধ্যমে। কোম্পানি কিভাবে কখন থেকে শুরু হবে, কোম্পানির মুলধন কত হবে, শেয়ার কিভাবে হস্তান্তর করা যাবে, ঋণ কিভাবে নেয়া হবে, চেয়ারম্যান, ম্যানেজার, পরিচালকদের ক্ষমতা ও কার্যাবলী, কোম্পানীর সিল, বাৎসরিক সভা, হিসাব, কোম্পানির অবসায়ন সহ যাবতীয় বিষয়াবলী লিপিবদ্ধ থাকে কোম্পানির আর্টিকেল অব এসোসিয়েশনে।
Legal Fees for Private Limited Company Registration:
কোম্পানি রেজিস্ট্রেশন ফী কত এটি নির্ভর করে কোম্পানির অনুমোদিত মূলধনের উপর। উদাহরণস্বরূপ, অনুমোদিত মূলধন যদি ১০ লক্ষ হয় তবে সরকারী ফি হবে ১৫,০৮৩ টাকা। আরেজএসসির ফী ক্যালকুলেটর থেকে আপনি নিজেই হিসাব করে বের করতে পারবেন আপনার কোম্পানি রেজিস্ট্রেশন ফী কত হবে।
Aubony Islam –
Received very smooth service within committed time.