fbpx

Trade License Renewal Fee Calculator

লাইসেন্স নবায়ন ফি নতুন লাইসেন্সের সমপরিমাণ সাথে ৩০০০ টাকার উৎস কর প্রদান করতে হবে। অর্থাৎ প্রথমবার ট্রেড লাইসেন্স টি করতে আপনার যত টাকা খরচ হয়েছে নবায়ন করতে সেই টাকার সাথে আরও ৩০০০ টাকা যোগ করে হিসেব করবেন। 

আপনার লাইসেন্স টি নবায়ন করতে মোট কত খরচ হবে তা আপনি নিজেই হিসেব করে বের করতে পারবেন আমাদের এই Trade license renewal fee calculator ব্যবহার করে।

এর জন্য আপনাকে ৩ টি তথ্য দিতে হবে।
১। আপনার লাইসেন্স এর ক্যাটাগরি ফি (এটি আপনার আগের ট্রেড লাইসেন্স থেকে পাবেন, তবে বর্তমান অর্থ বছরের জন্য ফি আপডেটেড হতে পারে)

২। সাইনবোর্ড করঃ এটিও আপনি আপনার আগের ট্রেড লাইসেন্সে পাবেন।  

৩। মেয়াদ উত্তীর্ণ হবার কারণে যদি কোন লেইট ফি হয়ে থাকে। 

এই ৩টি তথ্য দিয়ে আপনি নিজেই দেখে নিন আপনার ট্রেড লাইসেন্স রিনিউ করতে কত টাকা লাগবে। 

Trade License Renewal Fee Calculator Trade License Renewal Fee Calculator

SME Vai এর মাধ্যমে আপনার ট্রেড লাইসেন্স নবায়ন করিয়ে নিতে যোগাযোগ করুন ।