About Course
লোকাল ব্যবসায়ে ট্রাফিক জেনারেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুল হচ্ছে গুগল মাই বিজনেস একাউন্ট। এর মাধ্যমে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের নাম গুগল সার্চ রেজাল্ট পেইজে, গুগল সাজেস্ট অপশনে এবং গুগল ম্যাপে সহজে খুঁজে পাওয়া যায়। আমরা যখনই কোন লোকাল ব্যবসায় প্রতিষ্ঠানের নাম লিখে সার্চ করি তখন গুগলের সার্চ রেসাল্টে সবার প্রথমে ঐ প্রতিষ্ঠানের ম্যাপ, ছবি, ফোন নম্বর সহ যে রেসাল্টটি গুগল দেখায় সেটিই হল গুগল মাই বিজনেস একাউন্ট এর ইনফরমেশন।
গুগল মাই বিজনেস গুগলের একটি সার্ভিস। গুগল মাই বিজনেস একাউন্ট করতে কোন খরচ নেই এমনকি ক্রেডিট কার্ড এরও প্রয়োজন নেই। খুব সহজেই আপনি নিজেই আপনার ব্যবসায় প্রতিষ্ঠানের নামে একটি গুগল মাই বিজনেস একাউন্ট তৈরি করে সেটির ঠিকানা ভেরিফাই করে গুগলে এনলিস্ট করতে পারবেন এবং নিয়মিত আপনার পণ্য বা সার্ভিস সম্পর্কিত পোস্ট করে গুগল সার্চ এ এগিয়ে আসতে পারবেন। গুগলে লিস্টেট হওয়া ছাড়াও গুগল মাই বিজনেস এর বেশ কিছু সুবিধা রয়েছেঃ
১। গুগল মাই বিজনেস পেজ তৈরি এবং ভেরিফাইয়ের মাধ্যমে আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে গুগলের প্রথম পেজে নিয়ে আসতে পারবেন।
২। গুগল ম্যাপে লিস্টেট থাকার কারণে আশে পাশের কোন প্রতিষ্ঠানের নামে কেউ কিছু সার্চ করলেও আপনার প্রতিষ্ঠানের নাম দেখাবে এবং এর মাধ্যমে আপনার পরিচিতি বৃদ্ধি পাবে।
৩। গুগল মাই বিজনেসের মাধ্যমে আপনার কাস্টমাররা আপনার বিজনেস/সার্ভিস এর বিভিন্ন তথ্য যেমনঃ বিজনেস নাম, প্রোডাক্ট/সার্ভিস, ঠিকানা, ফোন নম্বর, অফিস/ দোকানের ম্যাপ, বিজনেস আওয়ার, ওয়েবসাইট ইত্যাদি এক জায়গায় পেয়ে যাবে।
৪। গুগল মাই বিজনেসে আপনার কাস্টমাররা আপনার প্রোডাক্ট /সার্ভিস সম্পর্কে রিভিউ দিতে পারবে যা আপনার নতুন কাস্টমার তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
৫। সর্বোপরি রিভিউ, ব্র্যান্ডিং ও লোকাল এসইওতে ভূমিকা রাখার মাধ্যমে গুগল মাই বিজনেস আপনার বিজনেস/সার্ভিসকে প্রমোট করতে সাহায্য করবে।
গুগল মাই বিজনেস কি এবং কিভাবে Google My Business Account তৈরি করবেন তা নিয়েই আমাদের এই কোর্স টি।